মায়ের চরণ তলে বেহেশত
বলেছেন মোহাম্মদ,
মার নাড় কাটা পরম ধন
যখন করো বায়না
মায়ের প্রাণ বাঁচে না
ইচ্ছে পূরণ করে
সয়ে হাজার যন্ত্রণা।
কথায় কথায় বলো
মাকে ভালবাসি,
স্বার্থের কাছে ভুলে যেওনা
মায়ের চাঁদ মুখ হাসি।
মা ফুল বাগানের মূল,
ওহে মানব (মা শ্রেষ্ঠ)
মায়ের ঠিকানা হয় না যেনো বৃদ্ধাশ্রম।
খোদার কাবা ভেঙে পড়ে
মার মনে আঘাত দিলে,
মায়ের দোয়ায় তুমি হবে
সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল।