আদর করে হাত বুলিয়ে যতনে
ছায়া দিয়ে রাখে মা তার আঁচল তলে
যতই আসুক ঝড় তুফান মেঘ বৃষ্টি,
মায়ের মতন আপন কেউ নাই এই জগতে।
তুমি মায়া মা, ছায়া সাতরাজার ধন।
হিরা কাঞ্চন মুক্তা মানিক রতন
তুচ্ছ মায়ের ভালোবাসার কাছে মন।
সন্তানদের বলি বিনয় করে
দিসনা ভাই মায়ের মনে ব্যথা
খোদার কাবা ভেঙ্গে পড়ে,
মায়ের মতন নাইরে কেউ এই জগতে।
মা যদি পায় ব্যথা
ইবাদত তোর বৃথা
যতই ডাকিস খোদারে,
মায়ের দোয়ায় তুই শ্রেষ্ঠ মানুষ হবি।
মায়ের মতন আপন কেহ নাই এই জগতে
হিরা কাঞ্চন মুক্তা মানিক রতন
তুচ্ছ মায়ের ভালোবাসার কাছে মন,
যতই আসুক ঝড় তুফান মেঘ বৃষ্টি
ছায়া দিয়ে রাখে মা দিয়ে তার দৃষ্টি।