বায়ান্নতে রক্ত দিছি
রক্ত দিছি একাত্তরে,
স্বৈরাচার হয়েছিল পতন
ছাত্র আন্দোলনে।
ভুলে গেছো আজ
তোমরা ক্ষমতার জোরে!
তোমরাও ছিলে একদিন রাজপথে।
আমরা নই কোনো দলীয়!
আমরা ছাত্র সমাজ
আমাদের দাবি
চাই কোটা সংস্কার।
মাগো তুমি হও দেশ দরদি
জানে বিশ্ব,
মাগো তুমিই হও মমতাময়ী- মা
জানে বিশ্ব।
মাগো তোমার কাছে বিচার চেয়ে
ছাত্র সমাজ আজ রাজপথে!
কোন অপরাধে
করলো গুলি ছাত্রদের বুকে?
মাগো বিচার তোমার করতেই হবে
আমাদের দাবি মানতে হবে
কোটা সংস্কার করতে হবে।
আমরা শান্তির পথে বিশ্বাসী
অশান্তিকে ঘৃণা করি,
অন্যায়ের কাছে মাথা নিচু কখনো নয়
আমরা ছাত্র সমাজ ভয়কে করি জয়।