মানুষের লেখা জ্ঞান মানুষে পড়িয়া নিজেকে দাবি করে জ্ঞানী।
খোদার জ্ঞান নিজের অন্তরে নাহি ধারণ করো তুমি।
কিতাবে যত লেখা এগুলো সব মানুষের কথা।
খারাপ, ভালো, পথের কথা। কে কোন কালে পেয়েছে ব্যথা।
আমরা মানুষ মাত্র, জ্ঞানের মূল মন দেবতা।
মানুষ ছাড়া খোদার পরিচয় নাই, এটাই সত্য কথা।
নিজেকে ভেবো না তুমি মহাজ্ঞাণী। আসলেই মূর্খ আমি।
জ্ঞানের মূল মন দেবতা জেনে রাখো তুমি।
কোন জ্ঞানে, দরজা জানালা বন্ধ ঘরে মানুষ প্রবেশ করিলো।
কোন জ্ঞানে, মানুষ পানিতে ভেসে সাগর নদী পাড়ি দিলো।
কিতাব মানুষকে কখনো দেয় না মুক্তি, শুধু পথ দেখায় বেটা।
এই কিতাবেই আছে লেখা, কিতাবের চেয়ে মানুষ বড়।
জ্ঞানের মূল মন দেবতা। সে জ্ঞান হৃদয়ে ধারণ করো তুমি।
আসলেই মূর্খ আমি নিজেকে ভাবি মহাজ্ঞানী।
তোমার চেয়েও বড় জ্ঞানীগুণী এই জগতে আছে, খোঁজে লও তুমি।
জ্ঞানের মূল আমার দয়াল মাওলা, পাঠ্যপুস্তক এগুলো সব মানুষের লেখা।