পঁচা মাছ মাংসের দাম আছে
মানুষের নাই,
মানুষ মরে গেলেই
দাম পায়।
মরে গেলে পড়ে থাকলে
আদর করে, কদর করে, আত্মীয় স্বজন
বেঁচে থাকতে কেউ দেখে না
কার কে আপন।


হে পৃথিবীর মানুষ
তোমার পাশের মানুষটির চোখে তাকাও
সে তোমাকে কিছু একটা বলতে চায়,
তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করো
কি তার চাওয়া পাওয়া।


হে পৃথিবীর মানুষ
তোমার পাশের মানুষটির না বলা কথাগুলো
শুনে যাও, বুঝে নেও
সে তোমাকে কিছু একটা বুঝাতে চায়
তুমি ব্যস্ততায় বুঝতে চাওয়া না যে কথাগুলো
তার ভেতরে সুখ নাকি দুঃখ দেখে যাও।


হে পৃথিবীর মানুষ
তোমার পাশের মানুষটির দিকে দেখো
তার চোখে ব্যথা, বুকে কথা
সে তোমাকে শোনাতে চায় তার না লেখা কবিতা
তুমি তার ছন্দগুলো মিলিয়ে দাও।


হে পৃথিবীর মানুষ
কেউ কি এমনি এমনিতেই সুইসাইড করে?
কেউ কি চায় তাকে কেউ ঘৃণা করুক?
কেউ চায় সহজ জীবন ছেড়ে কঠিন সাগরে পাড়ি দিতে?
সে চায় তাকে কেউ বুঝুক
কেউ তাকে ভালো বাসুক
কেউ তাকে জানুক।


আহারে মৃত্যু!


ক্ষমা তুমি করে দিও
ক্ষমা করে নিও,
হয়ত তুমি চেয়েছ যা পাওনি
পাওনি জীবনে
বাসা হয়নি ভালো থেকেও কাছে।


ওহে মাওলা তুমি আমায় এতো কষ্ট দিলা
বুঝলাম না তোমার খেলা,
ছেড়ে গেছে ছিল কাছে যারা যেজন
পাইনি এই মনের মতো মন।


সে বলে গেলো
মানুষ থেকো একে অপরের পাশে
একাকিত্ব বড় যন্ত্রণা
ভুলে যেও না, ভুলে যেও না মানুষে
টাকাই সকল কিছু নহে।


হে পৃথিবীর মানুষ
প্রিয় মানুষটিকে সময় দাও
ভালোবাসো তাকে
বেঁচে থাকো ভালোবাসায় বছরে বছরে,
তুমিই বলো মানুষ কিসে বাঁচে?