বাসায় কাজ করা মেয়েটি নাম তার রেখা,
আমি লিখেছি কবিতা, তুমি মনে রেখো এ-ব্যথা।
নাইগো মাতা, নাইগো পিতা
আদর করে হাত বুলিয়ে কে-গো দিবে মাথা!
এটাই কি জীবনের ছবি?
চার দেয়ালে বন্দি জীবন
বন্দি তার চাওয়া পাওয়া।
এটাই কি জীবনের ছবি?
চারিদিকে কালসাপ, নিজের স্বার্থ খোঁজে
নিজ স্বার্থ বুঝে!
শ্রমিকের ঘাম ঝরানো টাকা
শ্রমিক কি পায় হাতে? তবে কেনো নীরবে-
শ্রমিক একা একা কাঁদে!
এটাই কি জীবনের ছবি?
অসহায় হয়ে রাস্তায় পড়ে থাকা
ফুটফুটে শিশু কাঁদে ক্ষুদায়,
নিজ স্বার্থের কাছে বন্দি
অসহায় মানুষের চাওয়া পাওয়া হায়।
এটাই কি জীবনের ছবি?
নামি-দামি গাড়ি আছে, আছে তাদের বাড়ি
নেই শুধু তাদের হৃদয়ে প্রকৃত ভালবাসা ভাই।
এটাই কি জীবনের ছবি?
বিচারক সেজে ভুল বিচার করা
অসহায়ের প্রতি নেই দয়া-মায়া!
ঘৃণা রূপে ধুর ধুর করে-
কুকুরের মত তাড়িয়ে দেয়া।
রক্ত যখন ঘাম হয়ে কথা বলে
শুনতে কি পাও? ঐ-যে রেখা,
সুখের সাথে নাহি হয় তার দেখা।
এটাই কি জীবনের ছবি?
দুঃখকে বুকে নিয়ে হাসি মুখে পথ চলা।