ঘরেতে থাকো ঘরেতে থাকো ঘরেতে বাঁচো
যার নাই ঘরবাড়ি তারে কোথায় রাখো?
একদিন কাজ না করলে যার জুটে না ভাত
সে কি মানে করোনা টরোনা ধর্ম জাত।
ছিঁড়বো গলার মালা মারবো মুখে তালা
পেটে ক্ষুধার জ্বালা জ্ঞান দাও শালা।
যে দেশেতে বিশ টাকা হয়ে যায় দশ টাকা
নিচ তলাতে এসে—
সাড়ে সাত কোটি বাঙালির
সাড়ে সাত কোটি কম্বল ‘নেতা পায়নি নিজে।’
তুমি সে দেশেতে স্বপ্ন দেখো
কানাডার মত আমাদেরও নেবে দায়িত্ব!
দূর্নীতি যাদের রক্তে মিশা প্রমাণিত বহুবার
ঘর করেছে আড়ত মজুদ হয়েছে খাবার।
ঘরেতে থাকো ঘরেতে থাকো ঘরেতে বাঁচো
যার নাই ঘরবাড়ি তারে কোথায় রাখো?
সচেতন সচেতন বলে করে যাও চিৎকার
অসচেতনায় তোমরা—
শুধু অর্থে নয় স্বভাবে তোমাদের অভাব,
চোরে মানে না ধর্মের বাণী
কারে বলি আমি এই কাহিনী।