বিশ্ব যখন করোনা করোনা বলে কাঁপছে ডরে
তখন আমি চিন্তিত এই মানুষের তরে।
এই মানুষেরে করি ঘৃণা এই মানুষেরে বাসি ভালো
এই মানুষে দেখি খারাপ এই মানুষে দেখি আলো
এই মানুষের কাছে আসি এই মানুষকে ভালোবাসি
এই মানুষে দেখি ভালো এই মানুষে দেখি কালো
এই মানুষের সাথে মিশি এই মানুষের মাঝে ইশ্বর খুঁজি,
মনেপ্রাণে আমি বিশ্বাস করি
মানুষের মাঝে ইশ্বর থাকে।
এই মানুষকে ভালোবাসি
মানুষের দেয়া ঘৃণা আর অবহেলা বুকে নিয়ে বাঁচি
বারবার আমি এই মানুষের কাছে আসি।
ঘরেতে থাকো ঘরেতে থাকো ঘরেতে বাঁচো
যার নাই ঘরবাড়ি তারে কোথায় রাখো?
একদিন কাজ না করলে যার জুটে না ভাত
সে কি মানে করোনা টরোনা ধর্ম জাত।
নিঃস্বার্থে করোনা প্রতিরোধে নিরলস কাজ করছে যারা
শ্রদ্ধা সম্মান সে সকল মানুষদের প্রতি ‘মহান মানুষ তাঁরা’।
কিছু হলেই রাষ্ট্রপ্রধানের দোষ
দোষ কী শুধু দেশের! দোষ আমাদের চরিত্রে।
দূর্নীতি যাদের রক্তে মেশা প্রমাণিত বহুবার
ঘর করেছে আড়ত মজুদ হয়েছে খাবার।
ফেসবুকে দেখি সেজেছে সবাই সাধু
করোনা নিয়ে ব্যবসা কারা করে প্রভু!
করোনাকে সত্যিই যদি ভয় করতো
জিনিসের দাম তবে কী বাড়তো,
মৃত্যুকে করে না ভয় লোভী অর্থে
জাতি একে অপরকে মারে নিজ স্বার্থে।
প্রভু উদ্ধার করো তুমি কঠিন বিপদে
জানিনা এর শেষ কী! মঙ্গল করো সবারে।