ফেসবুকে দেখি সেজেছে সবাই সাধু
করোনা নিয়ে ব্যবসা কারা করে প্রভু!
জান্নাতে হুরপরীরা খাওয়াবে ফল ফুল
সে লোভে অনেকে হয়েছে ব্যাকুল,
ধর্মের বাণী ছড়াছড়িতে মেসেঞ্জার হয় ভার
শেয়ার করলে জান্নাত নাকি হবে আমার।
সেলিব্রেটি হতেই হবে মনে বাসনা
ভাইরাল করতে নিজেকে বাকি কিছুই রাখেনা,
চিন্তা চেতনা কতো সুন্দর
নাই চরিত্র ভেতরে বান্দর।
নাস্তিক ভন্ড বলে দেয় একে অপরকে ফতুয়া
ধার্মিকদের মুখে শোনা যায় অন্যের সমালোচনা।
মন্দিরের নয়নমণি হয়েছে আজ যারা
ঈশ্বরকে বিক্রি করে খাচ্ছে তারা।
নারী ধর্ষণ, শিশু নির্যাতন আজও হয়নি বন্ধ
জ্ঞানের ছড়াছড়িতে জাতি হয়েছে অন্ধ।
টাইমলাইনে উপদেশ দিতে ব্যস্ত মূর্খের দল
যার নাই চরিত্র তার কিসের ধর্ম!
করোনাকে সত্যিই যদি ভয় করতো
জিনিসের দাম তবে কী বাড়তো,
মৃত্যুকে করে না ভয় লোভী অর্থে
জাতি একে অপরকে মারে নিজ স্বার্থে।
প্রভু উদ্ধার করো তুমি কঠিন বিপদে
জানিনা এর শেষ কী! মঙ্গল করো সবারে।