চায়ের কাপে জমেছে প্রেম তোমার ছোঁয়াতে
জল চিনি এক হয়েছে তোমার ছোঁয়াতে,
ধোঁয়াগুলো বিরহের সুরে বলছে
এককাপ প্রেম হবে কী—
দেবে কী এককাপ প্রেম আমাতে?
জমছে বিরহ হৃদয় জুড়ে
শীতের তাপে বরফ হয়ে যাচ্ছি,
দেবে কী এককাপ প্রেম আমাতে?
(তোমার হৃদয়ে জমবে প্রেম
খাওয়াবো ঠান্ডা পানি,—
জানবে লোকে ভালোবাসি তোমায়
খাওয়াবে গরম চা তুমি!)
আমি আর পারছিনে বরফ হয়ে যাচ্ছি
তুমি দেবে কী এককাপ প্রেম আমাতে?
চায়ের কাপে জমেছে প্রেম তোমার ছোঁয়াতে
জল চিনি এক হয়েছে তোমার ছোঁয়াতে।
যদি আজ প্রেম পাই তোমার ছোঁয়াতে
জল চিনির মতো মিশে যাবো আমি তোমাতে,
দেবে কী এককাপ প্রেম আমাতে?
চায়ের কাপে জমেছে প্রেম তোমার ছোঁয়াতে।