ভাই একটা ঠান্ডা খাওয়াইবা?
ভাইরে তুই আদম আমি অধম,
একটা ঠান্ডাই তো খেতে চেয়েছিস বেশি কিছু না,
চল দুই ভাই মিলে পান করি ঠান্ডা।
থাকিস কোথায়? পথে পথে,
করিস কী? রাস্তায় পড়ে থাকা কাগজ বোতল ইত্যাদি টুকাই,
পিতা মাতার পরিচয় তোর ঠিকানা কোথায়?
উত্তর একটাই পথে পথে।
জানো ভাই ‘মানুষের রং থাকে ঢং থাকে
আর আমাদের রং ঢং কিছুই নাই থাকে না,
জানো ভাই ‘পড়ালেখা করলে একটা জীবন
আর পড়ালেখা না করলে আরেকটা জীবন,
কিন্তু এই দুইটার একটাও যার মাঝে নাই তার অলৌকিক জীবন!
হাসি তোর খুব সুন্দর কথা বলিস বেশ,
তবে এই সমাজকে নিয়ে এতো আক্ষেপ কেনো তোর?
জানো ভাই ‘জন্ম দেয়া সহজ মানুষ বানানো নয়,
এই সমাজ আমায় জন্ম দিয়েছে মানুষ বানায়নি।
শোনো ভাই ‘আমার হয়ে এই সমাজকে বলবে
জন্ম দেয়ার আগে মানুষ বানানোর দায়িত্ব হবে নিতে,
নইলে মানবজনম হবে ব্যর্থ ঠিকানা হবে পথে পথে
টুকাই বলে ডাকবে সবাই আগামী প্রজন্মকে।