আমি পথের শিশু পথেই ঘর বাড়ি
দুঃখকে আপন করে পথেই থাকি।
বন-বিড়াল যেমন মিউ মিউ করে
মানুষের পায়ের কাছ ঘেষে
খাবার চায় কেঁদে হেসে,
আমিও তেমনি মানুষের কাছে
খাবার চাই হেসে কেঁদে।
টোকাই বলে ডাকে সবাই
ক্ষুধায় পেট জ্বলে হায়,
আমি পথের শিশু পথেই ঘর বাড়ি
দুঃখকে আপন করে পথেই থাকি।
কাঁধে ঝুলে ধুলো মাখা বস্তা
ময়লা খাবার খেয়ে বাঁচি,
কেউ বলে না চলো স্কুলে যাই
শেখাবো বিদ্যা তোমায়।
মানুষ হয়ে বেঁচে থাকার আছে আশা
কেউ দেয় না ভালোবাসা,
আমি পথের শিশু পথেই ঘর বাড়ি
দুঃখকে আপন করে পথেই থাকি।