বড় বড় কথায় পণ্ডিত হওয়া যায়
জ্ঞানী হওয়া যায় না, মানুষ হওয়া যায় না।
সূফীগণ প্রকৃত জ্ঞানী,
তাঁরা আল্লাহ পেয়েছে রাসুল পেয়েছে।
খোদার জ্ঞানে জ্ঞানী,
দয়াল রাসুলের চরিত্রে চরিত্রবান হয়েছে।
সূফীগণদের শিক্ষা নিলে মানুষ হওয়া যায়
জ্ঞানী হওয়া যায়।
পূর্বের যত ইতিহাস আছে খুঁজে দেখো তোমরা,
কোনো সূফী সন্ত্রাসী নয় জঙ্গীবাদ নয়।
দাড়ি টুপি লম্বা জুব্বা থাকলেই কী মানুষ হয়,
চরিত্র যদি পশু রয় তারে কী মানুষ কয়?
মন তোমরা জানো না সূফীগণ প্রকৃত মানুষ
তাঁরা মানুষ বাঁচায়, মানুষের জন্য কাঁদে
মানুষের কষ্ট সহ্য করতে পারে না,
তাঁরা কখনো মানুষ মারে না।
বড় বড় কথায় পণ্ডিত হওয়া যায়
জ্ঞানী হওয়া যায় না, মানুষ হওয়া যায় না।