রোজ রোজ গোলাপ ফোটে
তোমার মুখের হাসি দেখে,
রোজ রোজ চাঁদ তোমার প্রেমে পড়ে
তোমার মুখের হাসি দেখে।
এই, তুমি হাসলে জানো
আমি হারিয়ে যাই তোমার ভুবনে।
আচ্ছা এতো হাসো কেনো তুমি?
মানুষ কি এতো হাসতে পারে!
যখনই তুমি হাসো দাঁড়িয়ে আমার পাশে,
তোমার হাসির প্রেমে পড়ে যাই।
তুমি খুব মিষ্টি হাসো গো,
তাই চাঁদ তোমার প্রেমে পড়ে,
তাই গোলাপ রোজ রোজ ফোটে,
আমিও তোমার প্রেমে মরি!
তোমার চোখে আমি
কখনো রাগ দেখিনি,
দেখেছি মুখে হাসি
হৃদয়ে পেয়েছি দেখতে প্রেম।
আমি তোমার ঐ-মিষ্টি হাসি দেখে,
পরপারে যাবো চলে হাসতে হাসতে।
তুমি কাঁদবে না,
আমি খুব ভালোবাসি
তোমার মিষ্টি হাসি।