জীবন যৌবন সব সপিলাম তোমারই চরণে
চিরতরে রাইখো এই অধমেরে,
তোমার আলোতে আমি আলোকিত  
এই আলো যে তোমারই আলো
চাঁদের যেমন নিজস্ব নাই কোনো আলো
তুমি ছাড়া আমি আঁধার কালো।
জীবন যৌবন সব সপিলাম তোমারই চরণে
চিরতরে রাইখো এই অধমেরে,
তুমি আমার জ্ঞানের সাথী তুমি আমার ধ্যানের সাথী
মনের সাথে মন মিশিয়ে করো যে মাতামাতি
তুমি ছাড়া নেই আমার নিজস্ব আলো।
জীবন যৌবন সব সপিলাম তোমারই চরণে
চিরতরে রাইখো এই অধমেরে,
দুইয়ে মিলে একের মিলন
এক হইলে দুইয়ের জনম
হবে হবে হবে যে আমি অধমের মরণ।