ঐ দেখো দরিদ্রের রক্ত চুষে
দেহে গোস্ত আর গোস্ত,
কি-করে জানবে কার কি দোষ
পরে আছে ভালোর মুখোশ।
দিন থেকে রাত শুরু করে
তবু নাহি ভরে,
যত পায় তত খায়
আনন্দে থাকে হায়।
কুকুরে কুকুরে চ্যাচামিচি
শব্দ দূষণে ভার ওলি গলি,
লেজ ছাড়া কুকুরগুলি
নষ্ট করে মানবতার ছবি।
মুখে মানবতার কথা
স্বার্থের সময় দেখা যায়
কার কি চাওয়া পাওয়া।
হাসিতে কাঁদি ভাই ফুটপাতে দেখা যায়
গায়েতে জামা নাই, ক্ষুধার তাড়নায়
এ প্রান্ত থেকে ঐ প্রান্ত ছুটে বেড়ায়।
মানবতার বাস্তব রূপ
খুঁজে পাওয়া বড় দায়,
লজ্জায় লজ্জিত মরি হায়-হায়।