প্রভু আমার আমি করে,
সবে মরে!
বিশ্ব ভুবন শুধুই তোমার-
আমার আমি নাহি গো।
ধরি গো তোমার চরণ
প্রভু ক্ষমা করো মোরে,
ডাকিবো তোমায়
এসেছিলুম স্বীকার করে
ভুলে রয়েছি ভবের মায়ায় পড়ে।
প্রভু কাম-গন্ধে মেতে রইলুম
তোমার গন্ধ নাহি নিলুম।
বৈশাখি ঝড় তুফান
নদীর মাঝে উঠে যদি মহান,
আমি কিভাবে দেব পারি!
তুমি যদি না হও নায়ের কান্ডারী।
প্রভু শুনেছি এ ভবে
তোমার নাম জপিলে,
উদ্ধার করো তুমি হয়ে রহিম রহমান।
ওগো প্রভু দয়াময়,
আমার অন্ধকার ঘরে
জ্বালাও তোমার আলোর প্রদীপ।
তুমি যদি তোমার নিজ গুণে
নাহি করো দয়া,
থাকবো আমি-
অন্ধকার ঘরে পতিত হইয়া।