বাংলার কঠিন বিপদের দিনে আলী বাবা আসে
গ্রামীণ ব্যাংক ব্রাক ব্যাংক স্কয়ার বসুন্ধরা যমুনা-গ্রুপ
ওয়ালটন বড় বড় কোম্পানিগুলো কোথায় থাকে
এত এত ব্যাংক, এমপি, মন্ত্রী, মেয়র তাদের ভূমিকা কী
ফুটানি মারা যাকাত দাতা কোথায় তারা
শাড়ি লুঙ্গি বিলাতে যেয়ে মানুষ মারে যারা?
সত্য কাজে নয়তো রাজি
মিথ্যাকে করে পুঁজি সেজেছে সবাই হাজি,
যার আছে যত খাচ্ছে সে তত।
বাহ্ জাতি বাহ্! সেনাবাহিনী রয়েছে মোতায়েন
হবে লকডাউন এই শহরে
যাদের নাই ঘরে খাবার তারা কী খাবে?
যারা বাসা বাড়িতে খায় করে কাজ
করোনার কারণে তাদের না করে দিচ্ছে আজ
এই মানুষগুলোর কী হবে?
বললেই তোমরা বলবে আমি খারাপ
আমরা হয়েছি ঘরে বন্দি তার কারণ পাপ,
যতই করো তা না না খোদার মাইর
আমরা মানুষ মানুষ হলাম না,
পাপ করো না পাপ করো না
পাপের কারণেই আজ করোনা আমাদেরকে ছাড়ে না!
সবাই থাকুক ভালো সবাইকে নিয়ে
করোনা হোক দমন আমাদের সচেতনে,
ক্ষমা করো হে প্রভু দয়াময় কঠিন বিপদে
জানিনা এর শেষ কী! মঙ্গল করো সবারে।