যারা বলে এই দেশেতে খাবারের অভাবে
এখন আর মানুষ মরে না
নেই গরীব, ধনীদের সোনার বাংলা
চোখ থাকতে কানা তারা চোখে দেখে না
শুয়ে আছে রেলস্টেশনে কতো মানুষ
ক্ষুধায় শিশু কাঁদে
পেটের দায়ে কিশোরী বদলায় হাটে হাটে
তারা কি মানুষ না? তাদের খবর কেউ রাখে না।
কোন ধনী দেশে মন জন্ম নিয়েছ তুমি
বললেই কিছু তোমরা বলবে দোষী আমি।
চিন্তা ভাবনা খুবই খারাপ
শুধু অর্থে নয় স্বভাবে আমাদের অভাব।
এই দেশেতে জন্ম আমার গর্ব করে বলি
দেখে জাতির কর্মকাণ্ড লজ্জা পাই আমি।
দূর্নীতি যাদের রক্তে মেশা প্রমাণিত বহুবার
ঘর করেছে আড়ত মজুদ হয়েছে খাবার।
দেখলাম গিয়ে মিরপুর বিআরটিএ-তে
টাকা ছাড়া কাজ হয় না সহজে।
সার্জেন্ট খেলো ছয়শো টাকা, ছেড়ে দিলো চারটি বাইক
আইন দেখালো আইন মানলো না! কার হলো পাপ,
এ-টেবিল নয় ও-টেবিল আগামীকাল আসেন হবে না আজ।
ঘুষ ছাড়া, দালাল ছাড়া, হয় না সহজে সরকারি কোনো কাজ।
মেডিকেল, ডাক্তার নার্সদের কথা কী বলবো ওরে
স্কুল-কলেজ, অফিস-আদালতে দূর্নীতি বাংলা জুড়ে,
ক্ষমা করো হে প্রভু দয়াময় জাতি মরি লোভে।