মতিঝিল থেকে আসার পথে
দেখলাম আইডিয়ালের মোড়ে
পুলিশ ফাঁড়ি ঘেঁষে
শুয়ে আছে এক ব্যক্তি পথের ধারে,
আসলাম যখন বিজয় স্মরণীর মোড়ে
ছোট্ট একটি মিষ্টি মেয়ে জামা টেনে ধরে
ভাইয়া ফুল নেবেন ফুল? টাকা দরকার ঘরে
অনাহারে কাটছে দিন খাবারের অভাবে,
এর পরে আসলাম যখন ষাট ফিটের মোড়ে
দেখলাম সেখানে অনেক মানুষে
ধুলোবালি গায়ে জীবন যুদ্ধে লড়ে।
বিশ্ব যখন করোনা করোনা বলে কাঁপছে ডরে
তখন আমি চিন্তিত এই মানুষের তরে।
বাংলাতে নেই বিল গেটস
নেই কানাডার মত রাষ্ট্রনায়ক
আছে তবে এই বাংলায়
প্রভাবশালী টাকাওয়ালা এসি গাড়িতে চড়ে,
চাইলে তারা করতে পারে
এই দেশ ক্ষুধা-দারিদ্র্য মুক্ত ওরে।
মনেপ্রাণে আমি বিশ্বাস করি
মানুষের মাঝে ইশ্বর থাকে।
সত্যিই আমি এই মানুষের চরণে
পূজা দিতাম মন ভরে,
যদি হাত মুখের সাথে
নিজেদের মনটাও ধুতো করোনার ভয়ে।