দুদিনের এই দুনিয়াতে
সবাই সবার মতে,
স্বার্থ ছাড়া কেউ আসে না
কেউ কারো কাজে,
কেউ কারো সাথে।
স্বার্থ পেলেই মুখে
মিষ্টি কথা হয় শুরু,
না পেলেই দেয় ব্যথা
মানুষ এমন কেনো গুরু?
দুদিনের এই দুনিয়াতে
সবাই সবার মতে,
আমি কার হই!
এই দেখি কেউ কারো নই।
প্রয়োজনে প্রিয়জন সবাই তো হয়,
আসলে তো পৃথিবীতে-
স্বার্থ ছাড়া কেউ কারো নয়।