মানুষের দেহে হয়তো দুই একটা রোগ থাকে
আর আমার দেহ জুড়ে রোগ আর রোগ,
সবচেয়ে বড় রোগ তোমাকে না পাওয়ার রোগ
যে রোগ আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছে।
সেদিন পথে চলারপথে তোমার হাসিমাখা মুখ দেখে
হৃদয়ে শান্তি পেয়েছি বেশ,
আরে আমি তো পথেঘাটে থাকা মানুষ
পথেঘাটে দেখা হবে এটাই স্বাভাবিক।
জানো, এখন আর কাঁদতে পারি না
কাঁদতে ইচ্ছে হলেও চোখে জল বের হয় না
কথা বলতে পারি না, কথা বলতে ইচ্ছে হলেও
নীরব ভূমিকা পালন করি, শুধু তোমার ছবি দেখি।
আমি মানুষ তাই ভুল আছে
আমি সৃষ্টি তাই পাপ আছে
আমি প্রেমিক তাই ভালোবাসা আছে,
আরে আমি তো মানুষই তাই মন আছে
আছে মনে দুঃখও।
বিশ্বাস করো, তোমাকে দেয়া ফুলের মাঝে কোনো কাঁটা ছিলো না
ছিলো স্বপ্ন
তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন ছিলো।