তুমি রক্ত চেয়েছ
আমি তাজা প্রাণ ঢেলে
দিলাম তোমার চরণে!
এইবার তুমি অধিকার দাও
মায়ের ভাষায়
কথা বলি ভুবনে।
একুশ তুমি কি
আজো কি বাঙালি বুঝি!
একুশ তুমি
ছেলে হারা শত মায়ের অশ্রুজল
একুশ তুমি ভাই বলে ডাকা
দিদিমণির আহাজারি!
একুশ তুমি আনন্দ
একুশ তুমি বেদনা,
একুশ তুমি কি
আজো কি বাঙালি বুঝি!
হে প্রিয় বাঙালি
যেখানে তুমি
সেখান বাংলা মা আমি,
এ তোমার আমার জন্মভূমি
স্বাধীন বাংলাদেশ।
একুশ তুমি কি
আজো কি বাঙালি বুঝি!
নিজ মাতৃভাষা ছেড়ে দিয়ে
বাংলিশে কথা বলি।