ছোট ভুল বড় ভুল
কতনা ভুল এ-জীবনে,
আমি ভুল মালা গেঁথেছি
সারা রাত জেগে।
মানুষ হয়ে উড়িলাম আকাশে
এতো আনন্দ মন সইতে না পেরে
মাটির দেহ গড়াগড়ি করে-
পড়ে রইলো জমিনে।
মায়ের চোখে জল
বাবার কাঁধে ছেলের লাশ,
সন্তান হারিয়েছে পিতা
সন্তান হারিয়েছে মাতা,
স্ত্রী হারিয়েছে প্রাণের স্বামী,
শুনে জাতি অবাক
টু জিরো জিরো টু!
ছোট ভুল বড় ভুল
কতনা ভুল এ-জীবনে,
ভুল করে ফুলের কাছে
চেয়েছি ফুল ভুবনে।
তোমার-আমার চাওয়া পাওয়া
ঘুমিয়ে গেলো চিরতরে,
হবেনা আর কোনদিন পূরণ
তোমার হাত ধরে পথচলা ত্রিভুবন।
স্বপ্নগুলো আজ মরীচিকা,
শুনে জাতি অবাক
টু জিরো জিরো টু!
ছোট ভুল বড় ভুল
কতনা ভুল এ-জীবনে।