১.
আমরা মানুষ মানুষকে যতই ভালোবাসি
নিজ স্বার্থ আঘাত পরলে বিদ্রোহ করি।
যে যতই নীতি কথা বলি
দিন শেষে নিজের স্বার্থটাই খুঁজি!


২.
মনের দুঃখ মনেই থাকুক
সবার সুখে মন হাসুক।
তুমি সকালের মত হও শুদ্ধ
বৃক্ষের মত হও ত্যাগী।


৩.
ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেলিব্রেটি হতে চায় সবাই
আর আমি মানুষ হতে চাই,
মানুষ হওয়াটাই এখন জরুরি।


৪.
মানুষ হতে পারলে তার লোভ-লালসা
হিংসা অহংকারের মৃত্যু হয়,
শুদ্ধ ব্যক্তির ভালোবাসার অভাব হয় না।