কি অপরূপ দেইখা আইলাম
আমি বন্ধ ঘরে
আমার মতোই আমি
আদর সে করে।
সেথায় নাই ধর্মের গৌরব
নাই সেথায় দ্বিধাদ্বন্দ্ব
সেথায় থাকে সব মানুষে
করিয়া আনন্দ।
দেখিয়া সে রূপ
সাধনায় দিয়া ডুব
দিলাম তার চরণে
আমার এই যৌবন ভুবনে।
মানুষ তুমি মানুষ হইয়া
সে দেশে যাও
নাই সেথায় অমানুষের ঠাঁই
নিজেকে মানুষ বানাও।
পশু পাখি মানুষ হইতে
দিন রাত ডাকে
মানুষ হইয়া দেখলা না তুমি
বন্ধ ঘরে কে থাকে।
কি অপরূপ দেইখা আইলাম
আমি বন্ধ ঘরে
আমার মতোই আমি
আদর সে করে।