আর কত ঝরবে চোখের জল
কবে শেষ হবে এমন নিষ্ঠুরতা?
নেই কোথাও প্রতিবাদ,
ধর্ষণ নির্যাতন
কত শিশুর, কত নারীর, ঘটে মৃত্যু।
অনেকেরই কন্ঠে একটি সুর
আইন প্রয়োগ করা প্রয়োজন,
হা, বড্ড হাসি পায়
কারণটাই বুঝি এমন হয়
ক্ষমতার শক্তিতে
ধর্ষক কারাগারের বাহিরে রয়।
কবে বন্ধ হবে, হবে কবে শেষ
দিন যতই বেড়ে চলছে
ততই ধর্ষণ নির্যাতন বাড়ছে,
যে শিশুটি যাওয়ার কথা স্কুলে
সে আজ শুয়ে আছে মাটির কবরে
যে নারীটি মাথা উঁচু করে বলবে কথা
সে আজ লজ্জায় লুকায় মুখ
পেয়ে ব্যাথা।
নারী তুমি মা
নারী তুমি বোন
নারী তুমি মেয়ে
নারী তুমি বউ
লজ্জা তোমার নয়
লজ্জা আজ আমার,
নারী জাতি যখন পুরুষ জাতিকে বলে ধর্ষক।
কেমন পুরুষ হয়ে জন্ম নিলেম
লজ্জা বড়ই লজ্জা, কোথায় আইন?
ধর্ষণের শাস্তি হোক প্রকাশ্যে মৃত্যুদন্ড
তবেই যদি ঘুচে পুরুষ জাতির কলংক।