প্রেমিক না হয়ে
যদি হতাম আমি তোমার কানের দুল
খুঁজে পেতে না তুমি আমার কোনো ভুল।
প্রেমিক না হয়ে
যদি হতাম আমি তোমার গায়ের শাড়ি
অভিমান হলেই করতে পারতে না আমার সাথে আড়ি।
প্রেমিক না হয়ে
যদি হতাম আমি তোমার কাঁধের ব্যাগ, হতাম খোঁপার ফুল
কেয়ার পেতাম সব’চে বেশি চুমু খেতাম তোমার আঙুল।
প্রেমিক না হয়ে
যদি হতাম আমি তোমার চোখের কাজল
মিশে থাকতাম তোমার চোখে মুছে দিতাম দুখের জল।
প্রেমিক না হয়ে
যদি হতাম আমি তোমার হাতের চুড়ি
পাগলের মতো চিৎকার করে বলতাম ‘তোমায় ভালোবাসি’।
প্রেমিক না হয়ে
যদি হতাম আমি তোমার ঠোঁটের লিপস্টিক
মিশে যেতাম তোমার ঠোঁটে পেতাম ভালোবেসে তৃপ্তি।
কেনো আমি প্রেমিক হলাম
তোমার দেয়া ঘৃণা আর অবহেলা বুকে নিয়ে
ভালোবাসা হতে
তোমার থেকে দূরে রইলাম!