ঠান্ডায় কর্ম জীবন অচল
ঘরে নেই কম্বল,
নাকে ডুকে বালি
মুখে আসে কাশি,
ব্যথায় ভরে বুক
অসহায় মানুষের নেই সুখ।
শীত!
থরথর করে কাপে গাঁ,
কেউ গরম কাপড়
সাহায্য দিয়ে যায় না।
কোথায় ইশ্বর
কোথায় ভগবান
কোথায় আল্লাহ্ মহান?
অসহায় মানুষের পাশে
নেই কি কোনো দয়াবান?
কত নামি দামি সাহেব
পৃথিবীর বুকে,
কেউ তো আসে না
দুঃখীর দুঃখ ঘুচে দিতে।
কাঁদে অসহায় মানুষ
ঠান্ডায়,
মানবতা ডাকে তোমায়
কোথায় ফিরে এসো তুমি?
হোক তোমার জয়
স্বার্থের স্বার্থ ভুলে,
দাও তুমি দুঃখীর দুঃখ ঘুচে।