ভুল, এটা ভুল
কাঁটার আঘাত যদি সইতে না পারো,
তুমি নিও না ফুল।
ভুল, এটা ভুল
যদি প্রেমিক না হও,
ভালোবাসতে যেয়ো না তুমি,
ছুঁইয়ো না চুল।
ভুল, এটা ভুল
যদি তুমি, শাড়ি চুড়ি চোখের কাজল
কিনে দিতে না পারো,
ছুঁইয়ো না আঙুল।
ভুল, এটা ভুল
প্রেমিকার চোখে চোখ রাখা ভুল,
ফেঁসে যাবে তোমার মনের বুলবুল।
ভুল, এটা ভুল
না বুঝে তুমি ছুঁইয়ো না ফুল,
নিও না ফুল, দিও না ফুল,
না জেনে ভালোবাসলে হারিয়ে যাবে দু’কূল।
ভুল, এটা ভুল
ভালোবেসে একে অপরকে ছেড়ে চলে যাওয়া
জীবনে মস্ত বড়ো ভুল।
ভুল, এটাই ভুল
না বুঝে ছুঁইলে ভুল আর ফুল।