পথের ধুলোকে জিজ্ঞেস করি
সুখ নাকি দুঃখ তোমারি
হেসে গিয়ে উত্তর দিলো
তোমরা মানুষ ভালো সুখের সন্ধান করো
আমরা পথের ধুলো
বুঝলাম না তার কথাবার্তা
বৃক্ষের সাথে হলো দেখা
এবার তারে জিজ্ঞেস করি
কেমন আছো বৃক্ষ তুমি ধুলোর কথা শুনি
হেসে গিয়ে সে উত্তর দিলো
আমার গায়ে লতাপাতা ঝরে পড়ে কত কথা
শুনতে কি পাও তুমি
বৃক্ষও ধুলোর মতো বুঝলাম না কিছুই তাদের গো
এবার দেখা পিঁপড়ের সাথে
শোনো ভাই পিঁপড়ে এতো সুখে তুমি যে
বলো বলো তার বিস্তারিত
হেসে গিয়ে পিঁপড়ে আমায় উত্তরে দিলো চমকাই
তোমরা মানুষ ভালো
পেয়েছো মানবজনম করো তার সাধন
সুখ দুঃখ যার সমান
সে হয় মানুষ মহান ধন্য জীবন তোমার
আমাদের জীবন এলোমেলো
সবার সব কথা শুনে অধম নূর ইসলাম ভেবে বলে
সুখেই আছো মানুষ তোমরা যে
এই মানুষে আছে রতন সাধনায় মিলে সে ধন
তারি সন্ধান করো
সুখ দুঃখের হিসাব ছাড়ো
মানবজনম গেলে আর পাবে নাগো
আমরা পথের ধুলো