আমি চিঠি লিখতে চাইছি,
চিঠি লিখছিনা, তোমাকে লিখছি।
পাতা ঝরার এই ক'টা দিনে তোমাকে মনে পড়তে পারতো, পড়ছেনা!
কি আশ্চর্য!
আমি ইদানিং তোমাকে ভুলতে বসেছি!
চৌকোনা শহরের মাঝখানে তোমাকে ভেবে আমি সিগারেট, মদ-গাজা খাচ্ছিনা!
কিছুতেই আজকাল আর তোমাকে নিয়ে ভাবতে হচ্ছেনা, ভাবছিনা!


আমি কবিতা লিখছিনা, আমার কথাগুলো লিখছি; এটোবাসন, ময়লা জামা, অগোচালো বিছানার কথা ভেবে কারো অস্তিত্ব অনুভব করছিনা!
খাবারের মাঝে একাকিত্ব পাই না, পাচ্ছিনা!


আমি ভাবছিনা, কিছুতেই তোমাকে সাথে রাখতেও পারছিনা, তাই রাখছিনা!
চিঠি লিখবো ভেবেও আর লিখছিনা।


©ওফা ইয়াদ