চাঁদ এখনো নতুন বরের মতো সেজে আছে,
বাদুড়ের উড়োউড়ি এইবেলা চোখে পড়ে;
জল খোলা বাতাস
নানান রঙের নিয়ন
মানব-মানবীতে এই ধার ভরে গেছে।
এ আমার শহর,
আমার সুন্দর শহর
প্রাণের শহর
আর ধর্মসাগর।
ঘরে ফিরে গেছে সোনালী ডানার চিল
ঈদের মাতম এখনো অলিতে গলিতে,
সাগরের পাড়ে বইমেলা,চা-কপি,
শেষবেলার কোমল পানীয় কি নেই এইখানে!
রমনীরা দলে দলে ফুসকা-ছটপটি গিলছে আমোদ করে;
এখনো চাঁদ লেগে আছে আকাশে
নতুন বরের মতো সেজে আছে।


আজ থেকে বহুকাল পরে আমি বসবোনা এইখানে দু পা ঝুলিয়ে,
রমনীরাও মরে যাবে যে যার মতো।
হয়তো আমি ফিরে আসবো সোনালী ডানার চিল হয়ে;
উড়বো এই আকাশের বুকে
সাগরের পাড়ে,বাদুরের সাথে পাল্লা দিয়ে।


আবার বহুদিন পর এই ঢেউ,লাল-নীল নিয়ন হারিয়ে যাবে
হয়তো কেউ কেউ ফিরে আসবে
সোনালী ডানায় ভেসে
কিংবা বাদুরের বেশ এ!
২৮জুন২০১৭
সন্ধ্যা


#ধর্মসাগর


(বি : দ্র : ধর্মসাগর হলো কুমিল্লা শহরে অবস্থিত একটি প্রাচীন দীঘি বা পুকুরপাড়, যেখানে রয়েছে রানীকুটির,কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউশন,কুমিল্লা স্টেডিয়াম,এবং কুমিল্লা সরকারি মহিলা মহাবিদ্যালয়।এই স্থানটির বর্তমান নাম কুমিল্লা সিটি পার্ক করা হয়েছে। প্রতিদিন এখানে শত শত মানুষ আসেন কর্মব্যাস্ত জীবনের ফাকে একটু শান্তির পরশ নিতে)