কোনসে দেশের জলে স্থলে
ছড়িয়ে আছে ধন,
কোনসে দেশে সাগর তীরে
মায়ার সোনার বন?
ভোরের হাওয়ায় বিলের জলে
প্রানটি খোলে পদ্ম হাসে?
সেযে আমার জন্মভূমি
প্রিয় বাংলাদেশে।


কোনসে দেশের জলবায়ুতে
ফলে সোনার ধান,
ধানের ঘ্রানে মৌ মৌ মৌ
ভরে সবার প্রান?
আকাশ জুড়ে অন্ধকারে
চন্দ্র তারা মিষ্টি হাসে?
সেযে আমার জন্মভূমি
প্রিয় বাংলাদেশে।


কোনসে দেশের মাঠে মাঠে
পাতা সবুজ পাটি,
শস্য শ্যামল উর্বরা সেই
দেশের মাঠের মাটি?
ভাটিয়ালি সুরযে কাঁদে
হাজার নদীর কোল ঘেসে?
সেযে আমার জন্মভূমি
প্রিয় বাংলাদেশে।


কোনসে দেশে ফাগুন এলে
শিমুল পলাশ ফোটে,
কিচির মিচির পাখির গানে
ভোরের ঘুমযে টোটে।
স্বচ্ছ রোদে নীল আকাশে
মেঘের ভেলা যায় ভেসে?
সেযে আমার জন্মভূমি
প্রিয় বাংলাদেশে।


কোনসে দেশের লক্ষ ছেলে
করল জীবন দান,
মায়ের ভাষা রক্ষা করে
রাখল মায়ের মান?
বুকে ধরে তাদের স্মৃতি
সূর্য উঠে র্পূবাকাশে?
সেযে আমার জন্মভূমি
প্রিয় বাংলাদেশে।