নজরুল, হে নজরুল!
খড়গ কৃপান হাতে তুমি এলে যদিবা
অশুভ নাশিতে মেলিলে থাবা,
মানুষের তরে তুমি বিলাইলে ফুল।
নজরুল, হে নজরুল।।


সাম্যের গান তুমি গেয়ে গেলে,
মানুষেরে সকলের উর্ধ্বে তুলে।
তব টানে
মুগ্ধ প্রানে
নেচে নেচে বাগিচায় গাহে বুলবুল।
নজরুল, হে নজরুল।।


কণ্ঠক পথে তুমি র্নিভয়ে চলেছ,
অসত্য অশুভ দু পায়ে দলেছ।
স্মরি তোমারে
কানন দ্বারে
বাগীচায় ফুটে আজো সুগন্ধী ফুল।
নজরুল, হে নজরুল।।