যেখান থেকে এসেছি, তা বহু দূর,
বাজেঁনি তবু কোন আগমনী সুর,
ছিলাম আমি সেথা কোন ক্ষেতে,
ধুলো, কাদাঁ, জল নিয়ে মেতে
দিনে ছিল বক আর শঙ্খচিল কত,
রাত এলে শিয়ালের ডাক অবিরত,
ভোরে শিশির ধুয়ে দিত জোচনার দাগ,
শোনাত ভ্রমর তার বসন্তবেহাগ,
ছিল সেথা সুখ, কিঞ্চিৎ কষ্টের পরে,
সব ছেড়ে চলে এনু অবহেলা করে।
বেচে দিয়ে ভিটা মাটি, ঘর ক্ষেত বাড়ি,
সুখের খোঁজে শহরে লাগিয়েছি পাড়ি,
কাঁটা ঘেরা বন ছিল গাঁ থেকে দুরে,
হিংস্র পশুর রাজত্ব সেই বন জুড়ে,
সেই বনে প্রয়োজনে কত লোক যায়,
কাজ শেষে ফিরে আসে রোজ সন্ধ্যায়,
শহরের বুকে কোথাও নাই কোন বন,
মানুষ গুলোয় এখানে পশুর সমান,
তবু যখন এসেছি আজ এত দূর,
বাজাও দেখি তোমদের আগমনী সুর।।