ধার্মিক যত জন ভগবানে ভজে,
শয়তানি কাজকাম একদম ত্যাজে,
শয়তান যতজন শয়তানি করে,
ভগবানে নির্বাসন দিয়ে একে বারে।


ভগবান চায় শুধু সৃষ্টির শুভ,
হাতিয়ার আছে তার এক মাত্র ধ্রুব,
চৌদিকে বিলায় সে শান্তি, শান্তি।
রহমত দিয়ে সে দূর করে ক্লান্তি।


দেখে তাই শয়তানের বাড়ে শুধু ক্রোধ,
নিয়ে সে, মিথ্যা, লোভ, অহংকার বোধ,
মানুষের আন্তরে দেয় কত শত উষ্কানি,
ধমনী ধমনী জুড়ে  বাঁজে তার ধ্বনি,


শয়তানের ভগবানের আছে সমান ভক্ত,
মারামারি হানাহানি করে তারা, ঝড়ে রক্ত,
দুই দলই দাবীদার অধিক অধিকারে,
অপর কে দেয় ধিক অধিক ধিতকারে।


শয়তানে ভগবানে চলে জোর দ্বন্দ।
যুগ যুগ ধরে কভু হয় না তা বন্ধ,
অধর্মের নেতারা তাই করে এক ফন্দি,
শয়তান আর ভগবানে করে দেয় সন্ধি।


শয়তান খুশি হয় যে সকল কাজে,
কৌশলে প্রবেশে তা ধর্মের মাঝে।
পাপেতে মেখে রং পুন্য সাজিয়ে,
ভগবানের আরাধনা করছে তা দিয়ে।।