নষ্ট গলির নষ্ট মোড়ে,
নষ্ট কিছু লোকের ভীড়ে,
আমি ও এসে সটান দাঁড়ায়,
নষ্ট লোকের সংখ্যা বাড়ায়।
এই গলিতে সবই মেলে,
নষ্ট মেয়ে, নষ্ট ছেলে
নষ্ট শিশু, বৃদ্ধ কি শব,
শুরু থেকে শেষ অবধী,
নষ্টে ভরা যা আছে সব।
ঐযে গলির নর্দমাতে
ভাসছে দেখ জরির ফিতে,
রোকেয়ানীর নষ্ট চুলে
বাঁধা ছিল, ফেলেছে খুলে।
গত রাতে সালিস করে,
দিয়েছে সাজা মাতুব্বরে,
করেছে ন্যাড়া চুলগুলি তার,
নষ্ট মেয়ের এটাই বিচার ।।
সাদেক আলীর নষ্ট চোঁখে
আলো আধাঁর সমান দ্যাখে,
মেয়েটি তার কোন খানে যায়
দিনে রাতে ঠিকানা নাই,
কখন ফিরে, রাত কি ভোরে !
কোন অপিসে কি কাম করে?
তাও দ্যাখে না সাদেক আলী,
দাওয়ায় বসে ঝিমোয় খালি।
ছেলেটি তার ঘরের কোনে,
বিড়ির ওপর বিড়ি টানে,
ভেঙ্গেছে কোমর বাঁশের ঘায়ে,
বড় বাজারে চুরির দায়ে।
ছেলের বউটি কোথায় যেন গেছে চলে,
পাশের পাড়ার বিজুর সাথে, লোকে বলে।
গলির ভীতর নস্ট কিছু গল্প আছে,
হাঁসা হাঁসি করে বলে এ ওর কাছে!
গলির ভীতর নষ্ট কিছু ব্যাপার আছে,
সবাই জানে, কেউ বলে না কারও কাছে,,।