দু মুঠো চাল ফুটিয়ে,
আলু আর ঘি য়ে,
কেটেছে জীবন বড় সুখ নিয়ে।
আজ চপ কাটলেটের যুগে,
মরছি পেটের পীড়ায় ভুগে,
উদ্ধশ্বাসে ছুটঠি মোরা,
কালের হুজুগে।


শীতের সন্ধ্যায় কাঠ চুলার পাশে,
ভরেছে বাতাস মিঠে সুবাসে,
খুলেছে সাধের ঠাকুমার ঝুলি,
খেয়েছি পেট পুরে কত পিঠা পুলি,
সেই গল্প তো কোন ছাড়
আজ নানা মেটালিক ঝঙ্কার,
সারা দিন পেটে পুরি কত
স্যান্ডুইচ, পিৎজা, বারগার।


কত রকম খেলা খেলেছি,
গোল্লাছুট, কানামাছি, বৌচি,
খেলেছি ফুটবল মাঠ জুড়ে,
সাঁতার কেটেছি পুকুরে।
সেই সব খেলা ভেসে গেছে জলে,
ভাগ্যের “জানালা” গেছে খুলে,
হাজারো ভার্চ্যুয়াল গেমে
শরীরের খাটুনি গেছে কমে।


আজ ছুটছি কেবলে,
আই, পি, পি, কেবলে,
ইন্টারনেট, স্যাটালাইটের যুগে,
উদ্ধশ্বাসে ছুটঠি মোরা,
কালের হুজুগে।