হে মহাব্যবস্থাপক জাতির বিবেকের,
দেশপ্রেমী হিসেবে যদি তোমার কাতারে বসতে হয়,
আমি বলতে পারি নির্দ্বিধায়, আমার কোন দেশপ্রেম নাই।
ক্ষমতা আর অর্থের লিপ্সাই যদি দেশপ্রেম হয়,
তবে আমার মধ্যে কোন দেশপ্রেম নাই।
দারিদ্রের হাহাকার ব্যাথিতের আর্তনাদ আর
ক্ষুধার্ত শিশুর ম্লান মুখ উপেক্ষা করে যদি দেশপ্রেম হয়,
মাটি, পানি দূষিত করে, নদী, বন দখল করে যদি দেশপ্রেম হয়।
তবে আমি অতিনগন্য তোমার তুলনায়।
আমি পারিনা আমার বিরুদ্ধে কথাবলা মুখ চিরতরে বন্ধ করতে,
আমি পারিনা সকলকে আমার কথায় বাধ্য করতে,
আমি পারিনা নিরিহ মানুষগুলোর সামনে জীবননাশী অস্ত্র ধরতে,
চোঁখ থেকে দু ফোঁটা অশ্রু ঝরাবার মত অভিনয়ও আমার জানা নাই,
তাই  নির্দ্বিধায় স্বীকার করা যায়, আমার মধ্যে কোন দেশপ্রেম নাই ।