গত রাতে ঘুম হয়নি, ঢুলু ঢুলু চোঁখ,
যৌবন পার করা কিশোর বালক,
সন্ধ্যায় শেষ করা খাবার প্লেট,
তার ওপরে পাহাড় সমান খাওয়া সিগারেট।
মাঝরাতে উঠেছিল নানান ঝঙ্কার,
তখনি হঠাৎ ছিড়ে গেল গীটারের তার,
ভীষণ লড়াই হল মেঘে আর চাঁদে,
কাটানো গেলনা রাত, জলে ভেজা ছাদে,
মিলে গেল আশ্রয়, নিকষ ঘর কোণ,
মনের খোরাক মেটায় সাদা হেডফোন।
স্বপ্নের মাঝে যে, ফাটা ভেপু বাজেঁ,
দু চোঁখ বোজে না সেই বেসুরো আওয়াজে,
নিমিষে হারিয়ে যায় এঁদো ঘর কোন,
দু চোঁখের সাথে খোলে তৃতীয় নয়ন।
ইতিহাসের হাত ধরে কালের কোঠরে
নানা মুনি প্রশ্নের নানান তীর ছোড়ে,
সারাক্ষন করে চলে সময়ের মাপ।
রত্ন কিশোর হল মহা অভিশাপ,,,,,।