ও বৃ‌ষ্টি বন্ধু অামার
মুসলধা‌রে পড়‌তে থা‌কো।
তু‌মি যদি না থামো অার
স্কু‌লে যে‌তে হ‌বে না‌কো।


ও বৃৃ‌ষ্টি থে‌মো না অার
অ‌ফিস কামাই হ‌বে বাবার ।
মা‌য়ের হা‌তে মজার খাবার
এক সা‌থে অাজ কর‌বো সাবার।


‌বাবা বল‌বে থাম‌ছে না যে
অ‌ফি‌সে অ‌নেক কাজ জ‌মেছে।
হাত টে‌নে বলবো অা‌মি ।
চল বাব‌া বৃ‌ষ্টি‌তে না‌মি।


য‌দি ব‌লে না না সোনা।
বৃ‌ষ্টি‌তে ভি‌জে জ্বর এ‌নো না।
তখন বল‌বো অাস‌লে অাসুক।
ওষুধ খাব হ‌লে অসুখ।


অংক খাতার পাতা ছি‌ড়ে
মা কে বল‌বো নাও বানাতে।
‌বৃ‌ষ্টির পা‌নি যেথায় জম‌বে।
পুতুল সেথ‌ায় না‌য়ে চড়‌বে ।


ডোবায় নালায় ব্যাঙ ডাক‌বে।
মা‌ছের রা‌জ্যে নৃত্য হ‌বে।


‌খোকা অামাদের বল খেল‌বে
এই  বৃ‌ষ্টিতে  নেমে।
তাই তো অা‌মি তুমায় বল‌ছি
‌যেও না‌কো থে‌মে।