ত্যাগের প্রাচুর্যে পরিপূর্ণ যে জীবন,
কল্প নয় নারীর জগতই এমন ।


ধৈর্য্যে তারা এক একটি গিরি পাহাড়,
সমাজে তারা মায়া-মহিমার সম্ভার ।


বন্ধুর বিশ্বে শত বাঁধা শত ভয় ,
কিছুতেই তারা হার মানবার নয় ।


অনুপ্রেরণার আরেকটি নাম নারী ,
তারা আশীর্বাদ এ ধরায় সবারই ।


মায়ের রূপে নারী মমতার প্রতীক,
সাহসিকতা দেখো; আজ তারা নিভীর্ক ।


যদি না দাও তাদের ঐ প্রাপ্য সম্মান,
কাপুরুষত্বের এটি যথেষ্ট প্রমাণ ।


তোমাদের আগমনে ধন্য যে হলাম,
ভেতর থেকে শত সালাম জানালাম ।