স্বপ্ন রাজ্যের রানী আমি স্বপ্নে দেখি সব।
কিছু দেখায় জ্বীন জ্বাতিরা কিছু মহান রব।
চোখ বুজিলেই হাজার স্বপ্ন দুই চোখেতে ভাসে।
দিনে রাতে স্বপ্ন আমার সদাই থাকে পাসে।
জ্বিনের দেশে বেড়াই আমি নীল জ্বগতে ঘুরি।
অথৈ সমুদ্রে সাতার কাটি সুন্যে বেড়াই উড়ি।
রাক্ষসের তাড়ায় অতংকিত জলে ও স্থলে
শত শএুর তীর এড়াতেও কভু ডুবে রই জলে।
ঘোলা জলে গাড়ি চালাই নৌকা চালাই বাগে।
উড়ো জাহাজে বিদেশ যাওয়ার স্বপ্ন ভালো লাগে।
স্বপ্নে মানুষ খুন করি আর নিজে কখোনো মরি।
কাফন পড়ায়ে কবরে দিলে ডরে কালিমা পড়ি।
স্বপ্নে প্রায়ই নামাজ পড়ি কুরআন পড়ি কভু।
যত শএুর মোকাবেলা করি আমি হারিনা তবু।
সোনার খামে চিঠি পেয়ে খুশিতে হই শাড়া।
খানায় কাবার দিকে তাকিয়ে হৃদয় আত্বহারা।
আমি যাই রাজার বাড়ি রাজা আসে মোর বাড়ি।
বিশাল সমুদ্রে ভাংগা পুল কেমনে দিব পাড়ি?
এমন হাজার আজব স্বপ্ন অামার আছে ভাই।
কবির ভাষায় বলার মতো সাধ্য আমার নাই।