বাহিরে বহিছে ঘনো হাওয়া
ছুটেছে ভিষন ঝড়।
গগনে ভরিছে অাঁধার কালো
দেখিলে করিছে ডর।
ভাঙ্গিয়া নিচ্ছে ডাল পালা
পাখিরা উড়িছে নীড়ে।
মাঠে বাঁধা গরু অসহায় হয়ে
রাখালেরে খুজে ফিরে।
সবুজ মাঠের সোনালি ফসল
পবন দিয়েছে শুয়ে।
আকাশ চুড়া গাছের ডগা
যাচ্ছে জমিন ছুঁয়ে
দরিয়ার মাঝে তরী গুলো সব
তরা করি ভিরে তীরে।
আঁধার ধরারে আলোকিত করে
বিজলি আকাশ চিরে।
থর থর করি কাপিছে জমিন
বজ্রপাতের ধ্বনি।
চমকে উঠি দুরু দুরু বুকে
বিকট সে ডাক শুনি।
ঘূর্নি ঝড়ের তান্ডব লিলায়
নিয়ে গেছে কত ঘর বাড়ি।
জলোচ্ছাসে ভাসাইয়া নিল
কত অসহায় শিশু নারী।
কখনো সুনামী আঘাত হানে
প্লাবিত করে দেশে দেশে।
ইটের তৈরী পাকা বাড়িটাও
কাগজের ন্যায় পড়ে ধসে।
লাশের পাশে লাশ ভাসে ঐ
কত শত লোক পশু পাখি।
যায়না দেখা করুন দৃশ্য
বেদনার জল ফেলে আখি।