খুব ভোরে আজ ঘুম ভেংগে গেল,
বাহিরে গেলাম একা।
দুর মগ ডালে বসিয়াছে কাক,
ডাকিতেছে শুধু কা কা।
ঘুমিয়েছে পাড়া নেই কোন সাড়া,
চারিদিক চুপচাপ।
আঁধো আলোয় বহে মৃদু হাওয়া
নাহি কোন উওাপ।
ঐ দুর বনে কিচির মিচির
ডাকিয়া উঠেছে পাখি
কোলাহল মুক্ত নিরব প্রকৃতি।
দেখিবে কে? খোল আঁখি।
দেখিলাম দাড়িয়ে ছাদের কিনারে
রোড নির্জন ফাকা
যেথায় থাকে শত আওয়াজ আর
হাজার গাড়ির চাকা।
গাছ পালারাও দাড়িয়ে অনড়
শান্ত নদীর ঢেউ।
কুকুর গুলাও শুইয়া নীরব,
নেই সাড়া ঘেউ ঘেউ।
নিঝুম নিস্তব্দ ঘুমান্ত পৃথিবী
জেগে নেই আজ কেউ।