সখিরে লইয়া বাগ বাগিচায়
পারিয়াছি কত ফল
বরশি পাতিয়া মাছ ধরিতাম
নামিয়া দু হাটু জল
মাছের আশায় ছিপটি পাতিয়া
ঘুমাতে যেতাম রাতে
মামার ঘরের ল্যাম্প চুরি করি
লইতাম বিছানাতে
গভীর নিশিতে ঘর ছাড়িয়া
নামিতাম চুপ চাপ
দেখি তিনটা ছিপেই মরিয়া রয়েছে
মাছের বদলে সাপ
এমনি করিয়া কত নিশি দিন
কাঁটিয়া যাইত সুখে
আজ শুধু সব স্মৃতি আর স্মৃতি
ভেসে ওঠে দুই চোখে।
নানা বাড়ি হতে চড়ে নৌকাতে
বেড়াতে যাবার কালে
পা ফসকে পরে গিয়ে ছিনু
সে কোন গহিন খালে
অামাকে বাচাতে অপর বোনেও
পড়ে গিয়েছিল হায়
জলের মাঝে হাবুডুবু খেয়েছি
কোন সে দুর্দশায়
হেসনা হেসনা, বরং ভাবো, কত
ভয়াবহ সেই ক্ষন
দুজনে বাচাতে ঝাপ দিল আরো
সজন কত্ত জন।
সেদিনের মত হলনা তো আর
মোদের বেড়াতে যাওয়া
জান মান নিয়ে ঘরে ফিরেছিনু
এটাই পরম পাওয়া।


জাঁকজমকের পূর্ণতা ছিল
আসিনি যখন ভবে
শুনায়েছে মামী প্রথম সারি রা
মেতেছিল উৎসবে।
মামারাই ছিল দশ ভাই বোন
সন্তান সন্ততি কত
নানার ভাই বোন ভাগ্নে ভাবিরাও
এরই সাথে যোগ হত।
উনুনের পিঠে মামী খালাদের
জীবন হইত শেষ।
তার সাথে কত গৃহকর্মিরা ও
করিতো কষ্ট ক্লেশ
ছিলনা তো নেট নাহি ছিল ফোন
তবু এক হত শত মন
কেউ আজ সরে গেছে দুরে
হারিয়ে ফেলেছি কত জন।
হায় হ্যালো বিজি,কে কোথায় আজি
কথা হয় শুধু ফোনে ফোনে
মিলনের আনন্দ টা বহুদিন আগেই
খেয়ে ফেলেছে বুঝি ঘুনে।
কেউ দেয় নিত্য আকাশ পথে পাড়ি
কেউ পচে মরে ঘরের কোনে।