ও নদীরে কেনই যে তোর এমন ভরা রূপ
জোয়ার ভাটায় টল মল
বহিস অবিরাম কল কল
এক পলকও রহিস নাতো চুপ।
বিধির দানে তুই যে অপরূপ।।
সুরুজ অালোয় তুই সোনালী
চাঁদের রূপে তুই রূপালী
মেঘের ছায়ায় তুই মেঘালি
অাকাশ নীলে সুনীল যে তোর রূপ
যতই দেখি মেটেনা যে তোকে দেখার স্বাদ
পলক হিন চাহনি যেন তোর পানে উম্মাদ
কি যাদু বল তোর গভিরে তুই যে বহু রূপ।
ও নদীরে তোর তীরে মোর হইত যদি ঘর
সুখে দুঃখে রইতি পাসে, হইতি অাপন পর
সকল কথা কইতাম তোরো খুলে মনের ঘর
বুকটা ভরে মুক্ত হাওয়া নিতাম জনম ভর
মন জুড়িতাম বৃষ্টি যখন ঝড়ে টাপুর টুপ
বিধির দানে তুই যে অপরূপ
ও নদীরে বৌ ঝি এরা দল বেঁধে যায় ঘাটে
তোর তীরেতে কলসি ভরায়, সূর্য যখন পাঠে
ছাগল ছানা লাফিয়ে, চলে গরু চরে মাঠে
ছেলের দলে সাঁতরে চলে, লাফিয়ে
পরে ঝুপ।
বিধির দানে তুই যে অপরূপ।
অামায় নিয়ে জাহাজ ছোটে কোন সে সুদুর পানে
বোঝেনা তো তোর চরেতে মনযে অামার টানে
কুয়াকাটার বাসিন্দিনি শাক কুড়াতে দেখে
জিজ্ঞাসিনু বসত কোথা? ধন্য বলি ডেকে
পথচারী বললো শুনে ঝড়ের ভয়াল রূপ।
বিধির দানে তুই যে অপরূপ।।