সাত সকালে মধুর ছবি,
ফুটে উঠে যেমন।
সাঁঝের বেলায় চন্দ্র খানি,
ভোরের সূর্য তেমন।
গুটি গুটি পায়ে হেঁটে,
দোর খুলে দিয়ে।
কিচির মিচির পাখ পাখালির
গান শুনতে পেয়ে।
মনে মনে হাজার প্রশ্ন,
জাগে আমার কত।
যত বলি কেউ বোঝেনা
বুঝাই যদি শত।
খুঁজে খুঁজে পেয়েছি আমি,
সবই স্রষ্টার খেলা।
বসে বসে দক্ষিন দ্বারে,
সকাল-সন্ধা বেলা।
তবু কেন হয়েছি বোকা!
হতাম যদি কবি।
কবিতারই মাঝে ফুটিয়ে দিতাম
বিশ্বের সব ছবি।


বি: দ্র:এটি অামার জীবনের প্রথম কবিতা
প্রাথমিক শিক্ষা  শেষে লেখা।