নীল আকাশের ‍নিচে ভাসে ঐ
অপরূপ মেঘ মালা।
তাহার উপরে সৃজিলেন প্রভু
আসমান সাত তালা।
নিচেতে তাহার দলে দলে মেঘ
ছুটে চলে অবিরাম।
ওরা কোথা যায় দুর অজানায়
নাহি জানা তার নাম।
মাঝে মাঝে কত রঙে সাজে
কখনো গর্জে গর্জে চলে।
গুড়ুম গুড়ুম ধ্বনি শুনে ময়ূর
জমিনে পেখম মেলে।
কখনো আসে কালো দেয়া হয়ে
বৃষ্টিতে ভরে মাঠ ও ঘাট।।
তাহাতে ফলান বৃক্ষ লতা
ফসল শস্য ধান ও পাট।
কখনো চলে ত্বরা কখনো ধীরে
কখনো বা থেমে রয়।
সৃষ্টির মাঝে পাবে নাকো ভুল
বিধাতা কুরআনে কয়।
কখনো এমন রূপ ধরে যাহা
বলিবার ভাষা নাহি তো মোর।
অবাক দৃষ্টে খোদার সৃষ্টি
তাকিয়ে থাকি হয়ে বিভোর।
স্বাধীন সুখী শূন্য বেড়ায়
কোথা ও কি কভু পড়ে?
নেই পাখা নেই পা তবুও
কে রেখেছে তারে ধরে?